রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়
/ ৯ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ১২৩ নং মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন রিয়ার নামে সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকেরা বলেন মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন রিয়া শিক্ষার্থীদের নির্দেশনা দেন চারুকারু কলা ও শিল্পকলা পরীক্ষার জন্য শিক্ষার্থী প্রতি ৪০ টাকা এবং বিদ্যালয়ের ঝাড়ুদার এর জন্য শিক্ষার্থী প্রতি ২০ টাকা হারে গ্রহণ করেছেন। সরেজমিনে বিষয়টি যাচাই করতে যেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলাপ হয় সংবাদ কর্মীর সাথে তারা বলেন ম্যাডাম চারুকারু ও ঝাড়ুদার এর কথা বলে আমাদের কাছ থেকে ৬০ টাকা পরীক্ষার ফি নেন।তবে সাংবাদিকদের দেখে বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের শিখিয়ে দেয় কিছু না বলতে।এব্যাপারে ১২৩ নং মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন রিয়া বলেন চারুকারু পরীক্ষার শিক্ষা উপকরণ এর জন্য ৪০টাকা করে নেওয়া হয়েছে এবং ঝাড়ুদার এর ২/৩ মাস টাকা দেওয়া হয় না তার জন্য ২০টাকা করে নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার ফি নেওয়া হয়নি।এব্যাপারে সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারমিন খাতুন বলেন এব্যাপারে আমি এখনো কিছু জানি না।আপনার মাধ্যমেই অবগত হলাম।অভিভাবকদের অভিযোগ পেলে আমি এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করবো। তবে এমন কোনো ধরনের ফি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। উল্লেখ্য এর আগে একাধিক অভিযোগ রয়েছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন রিয়ার বিরুদ্ধে। উপজেলা প্রশাসন কয়েকবার তাকে শোকজ করেছেন।বিদ্যালয়ে কোচিং বাণিজ্য সচল রাখতে ডিপিইও এর নির্দেশনা অমান্য করে নিজে ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা গ্রহণ করেন যা তদন্তাধীন রয়েছে। ডিপিই এর নির্দেশনা মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি,প্রশ্ন ফি, খাতা ফি বা পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের ফি গ্রহণ করা যাবে না বলে স্পষ্ট পরিপত্র থাকার পরও বেপরোয়া ১২৩নং মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন রিয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page