ওয়াহিদ মুরাদ, খুলনা বিভাগীয় প্রধান-খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র- নাগরিক অভ্যুত্থান- ২০২৪ এর বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’ এর শুভ উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান এর সঞ্চালনায় ১৮ আগষ্ট রবিবার সকাল ১১ টায় বিপুলসংখ্যক ছাত্র-জনতা এবং খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহকর্মীদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম উক্ত দৃষ্টিনন্দন বিশাল আকৃতির বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিজয়স্তম্ভ ‘স্বাধীনতা’ উদ্বোধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এরপর কলেজের ১০১ নম্বর বৃহৎ কক্ষে কলেজের অধ্যক্ষ ফারুখে আযম মু. আব্দুস ছালাম এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সবার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী শেখ মুয়াজ এবং গীতা পাঠ করেন ছাত্রী তুলনা তাথৈ। এরপর কলেজের শিক্ষার্থী জুবায়ের ইসলাম ও তার দলের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে সবাই দন্ডায়মান হয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। এ সময় কলেজের এই বৃহৎ কক্ষটি কলেজের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল। এ সকল কার্যক্রম সমাপনান্তে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাশারের স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভায় পর্যায়ক্রমে বক্তব্য পেশ করেন-শিক্ষার্থী হাসান ইমতিয়াজ, নুরনাহার, রবিউল ইসলাম, জুবায়ের ইসলাম, শেখ শাহীন, ফুয়াদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনহাজুল আবেদীন সম্পদ, কমার্স কলেজের ছাত্র হামিম রাহাত, বিএল কলেজের ছাত্র সাজেদুল ইসলাম বাপ্পি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক এজিএস রফিকুল ইসলাম, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভিপি শেখ সাদীসহ আরো অনেকে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি তথা সরকারি হাজী মোহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম তার জ্ঞানগর্ভ এবং দিক নির্দেশনা মূলক সমাপনী বক্তব্য পেশ করেন। আলোচনা সভার পূর্বে কলেজের অধ্যক্ষ সকল শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে বিজয় স্তম্ভ ‘স্বাধীনতার’ পাশে একটি বৃক্ষরোপন করেন।