বিজয় ৭১ হলে ছাত্রলীগের হামলা, রক্তাত্ত বহু ছাত্র। আন্দোলনকারী ছাত্ররা এগোচ্ছে একাত্তরের দিকে। ছবি-ইন্টারনেট
বিকাল ৩.১০ বিজয় ৭১ হলে ছাত্রলীগের হামলা, রক্তাত্ত বহু ছাত্র। আন্দোলনকারী ছাত্ররা এগোচ্ছে একাত্তরের দিকে
বিজয় ৭১ এখন ছাত্রলীগ মুক
দুপুর ২টা শাটল ট্রেন থেকে চবি সমন্বয়ক রাফিকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে ছাত্রলীগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক তালাত মাহমুদ রাফিকে নিয়ে গেছে ছাত্রলীগ।
ব্রাক, নর্থসাউথ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাস্তা আটকে দিয়েছে। প্রগতি সরণি বন্ধ, রাজধানীর কুড়িল চৌরাস্তায় AIUB, যমুনার সামনে NSU ও IUB; নতুন বাজারে UIU এর শিক্ষার্থীদের কর্মসূচি চলছে।
শাহবাগে পুলিশের এক ট্রাক ব্যারিকেড আসলো।
গরম পানি উপেক্ষা করে নেমে আসছে ইডেনের মেয়েরা। ছাত্রলীগের হামলায় এক মেয়ে আইসিইউতে। অবস্থা আশঙ্কাজনক।
পথে নেমেছে কুমিল্লা জিলা স্কুলের ছেলেরা।
তাঁতীবাজারে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শাহবাগের আশেপাশের ওয়াইফাই ফ্রি পাসওয়ার্ড করে দিয়েছে আশেপাশের দোকান ও বসবাসরতরা। বেশিরভাগ 12345678 দিয়েছে।
বুয়েট ,ঢাকা কলেজ ও তিতুমীর কলেজের ছেলেরা শাহবাগে।
চট্টগ্রামের সকল কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিকাল ৩:৩০ এ ষোলশহরে নামবে। যোগ দেবে চবি’র সাথে।
গোপালগঞ্জের শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামনে।
ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে রাজু ভাস্কর্যে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বিকাল ৫টায় অবস্থান।
কুড়িগ্রামে আন্দোলন ওপর ছাত্রলীগের হামলা,
অনিরুদ্ধ প্রনয়ণ প্রান্তিক, সাদিকুর রহমান ও রতন অধিকারী নামের ৩ শিক্ষার্থী আহত।
ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, অবস্থা খুব খারাপ।