মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
খুলনায় চার দিনে ৩ খুনঃ আ’লীগ নেতা তারার বাড়িতে অভিযান, চারটি ডিক্স জব্দ
/ ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন

চার দিনে ৩ খুনঃ আ’লীগ নেতা তারার বাড়িতে অভিযান

স্টাফ রিপোর্টারঃ এবার খুলনায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৫) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী পুষ্প বেগম (৩৮) ও তার ছেলে হাফেজ মো. মিরাজুল ইসলাম (১৮) আহত হন। বুধবার রাত ৯টার দিকে ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহত মুজিবুর রহমান খানজাহানপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।’ পুলিশ জানায়, মুজিবুর রহমানের সঙ্গে ভাতিজা আশরাফুল আলমের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে আশরাফুল আলম হাঁসুয়া নিয়ে মুজিবুর রহমানকে কোপাতে শুরু করে। মুজিবুরের স্ত্রী ও ছেলে ঠেকাতে গেলে আশরাফুল তাদেরও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মুজিবুরের মৃত্যু হয়। আহতদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে আশরাফুল পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। আহতের অবস্থা আশঙ্কাজনক। অস্ত্রের আঘাতে তাদের হাত, গলা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। এর আগে, গত ৮ জুলাই রাতে খুলনা মহানগরের সদর থানার পূর্ব বানিয়াখামার লোহার গেটে আল আমিন (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, ‘নিহত আল আমিনের নামে সদর থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তার বাবার নাম জাহাঙ্গীর শেখ। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের হাঁটু এবং বাম হাতের সবগুলো আঙুল ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’ এ ঘটনায় বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। এছাড়া গত ৭ জুলাই রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ আ’লীগ নেতা তারা বিশ্বাসসহ ৪ জনকে গ্রেফতার করে। তারা বিশ্বাস ৫ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহার নেতৃত্বে গ্রেফতারকৃত আ’লীগ নেতা তারা বিশ্বাসের রায়েরমহলস্থ বাড়ি ও অফিসে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ কম্পিউটারের চারটি ডিক্স জব্দ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বিশ্বাস প্রোপার্টিজের কর্মচারীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে পুলিশ রায়েরমহল এলাকায় বিশ্বাস প্রোপার্টিজের অফিসে অভিযান চালায়। প্রায় ৩০ মিনিট ভেতরে অবস্থান করে বেরিয়ে আসে তারা। পরে পাশেই তার বাসায় অভিযান চালায়। বাসায় প্রবেশের পর ভেতর থেকে গেটে তালা দিয়ে দেয়। ফলে গণমাধ্যমের কেউ বা অন্য কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। অফিস ও বাসা থেকে পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে যায় বলে জানান তারা। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘সারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম হত্যা মামলার তদন্ত চলছে।’ এ হত্যারহস্যের জট শিগগিরই উন্মোচন হবে বলে আশা করেন তিনি। তবে গতকাল দুপুরে তারা বিশ্বাসের বাড়িতে অভিযানের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে নারাজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page