ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচারের চেষ্টা, অতঃপর
ঘটনাটি হংকংয়ের। দেশটিতে ট্রাউজারে করে শতাধিক জীবন্ত সাপ পাচার করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি।
চীনের কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই যাত্রী আধা-স্বায়ত্তশাসিত হংকং থেকে বেরিয়ে সীমান্ত শহর শেনজেনে যেতে চেয়েছিলেন। তাকে তল্লাশির পর কাস্টমস কর্মকর্তারা দেখতে পান যাত্রীর পরা ট্রাউজারের পকেটে টেপ দিয়ে সিল করা ছয়টি ছোট বাক্স রয়েছে। এগুলো খোলার পর বিভিন্ন আকারের ও রঙের জীবন্ত সাপ পাওয়া যায়।
বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা দুধের সাপ এবং ভুট্টার সাপসহ ১০৪টি সাপ জব্দ করেছে। এগুলোর অধিকাংশই বিদেশি প্রজাতির।
একটি ভিডিওতে দুই কর্মকর্তাকে লাল, গোলাপী ও সাদা সাপ ভর্তি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগ বহন করতে দেখা গেছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category