কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় চট্টগ্রামে আটকা পড়েছে ৫টি ট্রেন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার যাত্রী। বুধবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এর কারণে চট্টগ্রামে ৫টি ট্রেন আটকা পড়েছে। ৭০৪ নং মহানগর প্রভাতি ফৌজদারহাটে, ৮১৬ নং পর্যটক এক্সপ্রেস পাহাড়তলীতে, ৮১৩ নং কক্সবাজার এক্সপ্রেস ষোলশহরে এবং ৭২১ নং মহানগর এক্সপ্রেস ও ৭০৩ নং মহানগর গোধূলি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ডকে। তিনি আরও বলেন, ৫টি ট্রেন আটকা পড়ায় ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটে। এতে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাছাড়া, ঢাকার ট্রেনগুলোও বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। যার কারণে, শিডিউল বিপর্যয় আরও বাড়তে পারে। তবে, আমরা ৬টা পর্যন্ত অপেক্ষা করছি। দেখি কী হয়।