খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায় আ’লীগ সরকারের।
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্যে নানা রকমের ওষুধ দিয়ে অসুস্থ করা হয়েছে। উদ্দেশ্য হলো, তাকে তিলেতিলে শেষ করা। যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন, সেই নেত্রী বের হলে হুইল চেয়ারে। আজকে তিনি একের পর এক রোগাক্রান্ত, একের পর এক অসুস্থতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মনা বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসহীন নেত্রী খালেদা জিয়া শারীরিক ভাবে গুরুতর অসুস্থ। তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকী নেই। কেনো না তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্সড সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ায় খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায় আ’লীগ সরকারের।
গতকাল বুধবার বিকেল ৫টায় নগরীর দলীয় কার্যালয়ে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন বিএনপি নেতা এড. মনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। নগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাসের সভাপতিত্বে সৈয়দ ইমরানের পরিচালনায় আলোচনা ও দোয়ায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ হাসান ফকির, হেদায়েত উলাহ দিপু, ওয়াহিদুজ্জামান খান, পারভেজ হাসান মিজান, আলী আকবর, মোঃ মাজহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, ইলিয়াস সরদার, শাকিল আহমেদ, মাসুম বিলাহ, রাজু আহমেদ, নাজিম উদ্দিন শামীম, ইয়াছিন গাজি, আব্দুস সালাম, হাবিবুর রহমান বিপ্লব, আরিফ মোলা তুর্য্য, ইসমাঈল হোসেন ও হানিফ আকাশ প্রমুখ।