নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল।
জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৬টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়
জানা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৫ জুন ছাত্রদলের ২৫৭ সদস্যের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি। এর আগে ১ মার্চ ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।