খুমেক হাসপাতালে মিথ্যা তথ্য দিয়ে স্ত্রীকে ভর্তি
স্টাফ রিপোর্টার : স্বামীর পরকীয়ায় বাধা ও যৌতুকের টাকা চাওয়ার প্রতিবাদ করায় মাধবী সেন (৩৫) নামে এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের পর স্ত্রী অজ্ঞান হয়ে গেলে স্বামী সুজয় সেন সু কৌশলে তাকে চিকিৎসার জন্য খুলনা ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। স্ত্রী অজ্ঞান থাকার সুযোগ নিয়েই স্বামী সুজয় সেন হাসপাতালে ভর্তির ফরমে মিথ্যা তথ্য দিয়ে তার স্ত্রীকে ভর্তি করান। গত ১৮ জুন নগরীর দৌলতপুর থানাধাীন আমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর মাধবী সেন পুনরায় বৃহস্পতিবার (২০ জুন) খুমেক হাসপাতালে মারামারিজনিত (পুলিশ কেস) হিসেবে ভর্তি হন । স্বামীর নির্যাতনের স্বীকার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি মাধবী সেন বলেন, গত ১৮ জুন দুপুরে তার স্বামী সুজয় সেন মোবাইলে অন্য মেয়েদের সাথে ম্যাসেঞ্জারে কথোপোকথন করছিলেন। এ সময় সে বাধা দিলে তাকে লাথি, চড়, ঘুষিসহ এলোপাতাড়িভাবে মারধর করেন। এক পর্যায়ে সে বমি করতে থাকেন এবং শ^াসকষ্ট বেড়ে যাওয়ায় অজ্ঞান হয়ে যান। ওই অবস্থায় তার স্বামী সুজয় সেন তাকে খুমেক হাসপাতালে নিয়ে যান। তখনও তার জ্ঞান ফিরেনি। হাসপাতালের চিকিৎসক তাকে অক্সিজেন দেওয়ার জন্য ওয়ার্ডে নিয়ে যান। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওসিসিতে ভর্তি করানো হয়। মাধবী সেন বলেন, আমি অজ্ঞান থাকা অবস্থায় আমার স্বামী মিথ্যা তথ্য দিয়ে জরুরি বিভাগে ডাক্তারদের বলেন বুকে ব্যথা হচ্ছে। ভর্তির ফরমে যোগাযোগের জন্য তার স্বামী মোবাইল নম্বর উল্লেখ না করে তার (মাধবী সেন) ছোট ভাই বিশ^জিৎ কুমার নাথ ওরফে শুভ এর মোবাইল নম্বর উল্লেখ করেন। আমার ছোট ভাই এ বিষয়ে প্রতিবাদ করলে দুইজনের মধ্যে হাতাহাতি হয়। মাধবী সেন বলেন, কয়েক মাস আগে তার স্বামী গ্রামীন ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেন। এখন সে ব্যবসা করবে। সংসার চালানোর জন্য তিন ছেলে মেয়ের নামমাত্র খরচ দিতো। সংসারের খরচ চাইলে বলে, বাপের বাড়িতে থেকে কয়েক লাখ টাকা নিয়ে আয় আমি ব্যবসা করবো। তা না হলে সংসার তো দুরের থাক আমার বাড়ির সীমানায় আসলে তোকে মেরেই ফেলবো। এ ব্যাপারে মাধবী সেনের স্বামী সুজয় সেন বলেন, তার স্ত্রীর বুকে ব্যাথা হচ্ছিলো এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভর্তি করার পর কি কারনে আপনার শ্যালক ও শ^াশুড়ির নামে থানায় অভিযোগ দিলেন এমন প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে ফোনটি কেটে দেন। হাসপাতালে ভর্তির ফরমে সুজয় সেনের নাম উল্লেখ থাকলেও যোগাযোগের জন্য মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে সেটি তার শ্যালক বিশ^জিৎ কুমার নাথের। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার এসআই দিপক কুমার পাল বলেন, খুমেক হাসপাতালে মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে। যে অভিযোগকারী সেই তার স্ত্রীকে মারধর করে হাসপাতালে মিথ্যা তথ্য দিয়ে ভর্তি করছেন। এমন প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি তদন্তধীন আছে, অভিযোগকারী যাকে মারধর করছেন সে যদি থানায় লিখিত অভিযোগ দেয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।