যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে খুলনার দাকোপে ৯দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটি এ উৎসবের আয়োজন করেন।
গতকাল রবিবার বেলা ১২টায় চালনা বৌমার গাছতলা উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটির আহবায়ক ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোবিন্দ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
রথযাত্রার তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনী অধ্যাপক জয়শ্রী চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রাণী সরদার, এবিএম রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৌতম সাহা, দেবাশীষ ঢালী, মোহনলাল সাহা প্রমুখ। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।