কোটার পক্ষে বেশ কয়েকটি সংগঠনের অবস্থান কর্মসূচি।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিসহ দুই দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর এক পর্যায়ে কোটাবিরোধীরা সড়ক অবরোধ করলে সকাল ১১টা ৫০ মিনিটে কর্মসূচি স্থগিত করে সরে যান তারা।
বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের সংগঠনগুলো। সকাল সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি হয়ে আবার জাদুঘরের সামনে এসে জড়ো হয়।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জাদুঘরের সামনে অবস্থান নেওয়া কোটা বিরোধীদের জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে পাঠিয়ে দেয়।
মুক্তিমঞ্চসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন
আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধের পর মাইক থেকে বার বার ঘোষণা দেওয়া হয়, ‘পাশেই আরও কয়েকটি সংগঠন কোটার পক্ষে কর্মসূচি পালন করছে। কোটাবিরোধী আন্দোলনকারীরা তাদের যেন কোনও উসকানি না দেন। তাদের উদ্দেশে কোনও স্লোগানও না দেওয়ার অনুরোধ করা হয় ঘোষণায়।
এদিকে জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, আমরা আইনি প্রক্রিয়ায় লড়াই করে আমাদের অধিকার আদায় করেছি। তারাও যদি আইনি প্রক্রিয়ায় লড়াই করে তাদের পক্ষে রায় পায়, তাহলে আমাদের আর কোনও কথা নেই। আর যদি তারা জনমত তৈরি করে আদালতের রায়কে প্রভাবিত করতে চায়, তাহলে আমারও লাগাতার কর্মসূচি পালন করবো। আজ আদালত রায় দেবে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্দোলন আপাতত স্থগিত করছি।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।