জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদন
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হতাহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দুই মিনিট নীরবতা পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রীরা।
বুধবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'গত দু'দিন দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন স্থানে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে আমাদের ছয়জন ভাই শহীদ হয়েছেন।
তাদের স্মরণে আমরা এ কর্মসূচি পালন করেছি। '
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শর্মূ দে বলেন, 'গত দু'দিনের হামলায় যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে আমার মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করেছি। সেই সাথে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। '
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।