মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া খালিশপুর মুহসিন কলেজ ছাত্রদলের নবীন বরনের প্রস্তুতি সভা সরকারি হাজি মুহাম্মাদ মুহসিন কলেজ প্রাঙ্গণে ক্লাস ক্যাম্পিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ খালিশপুর মুহসিন কলেজ ছাত্রদলের আলোচনা সভা খালিশপুর মুহসিন কলেজ ছাত্রদলের আলোচনা সভা ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মাহমুদ পটার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী # বিএনপি নেতা খায়রুল ও তার স্ত্রীকে মারধর করে বাড়ির দলিল পত্রসহ স্বর্ণালংকার লুট # খুলনা নগরীর খালিশপুরে দুর্বৃত্তরা জসিম নামে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে যুক্তিতর্ক চলাকালে আদালতে বাদীকে হত্যা হুমকি শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ১২ নং ওয়ার্ড বিএনপির জরুরী সভা
Headline
Wellcome to our website...
সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় : অনিন্দ্য ইসলাম অমিত
/ ১৭০ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় নির্বহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ডামি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্যে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। সরকার জানে বেগম খালেদা জিয়া একটি শক্তির আধার। যাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখার পরও তার নামের ওপর দেশের গণতন্ত্রকামী মানুষ আজও একতাবদ্ধ হয়। বেগম খালেদা জিয়ার কথা বন্ধ করে দেওয়ার পরও নীরবতার কী শক্তি সেটি আজ দেশের জনগণ প্রত্যক্ষ করে। আপনি (প্রধানমন্ত্রী) স্বয়ং সেটি উপলদ্ধি করেন। যার কথা দেশের কোটি কোটি মানুষের মুখে উচ্চারিত হয়।
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা বিএনপি যৌথ আয়োজিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনি সাম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ঘুরে এসেছেন। জনগণ জানতে চায়, আপনি দেশের জন্যে কী এনেছেন? আপনি তো সবকিছু দিয়ে এসেছেন। বিষয়টি এমন যেন, আপনি আপনার পৈত্রিক সম্পত্তি দিয়ে এসেছেন। দেশের স্বার্থ বিক্রি কিংবা দেশের বুক চিরে রেল ট্রানজিট চুক্তি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এই দেশের জনগণের ভোটে তো আপনি নির্বাচিত নন। জনগণের সমর্থনে তো আপনি প্রধানমন্ত্রীর আসনে বসেননি। যে নির্বাচন দেশের জনগণ বর্জন এবং বয়কট করেছিল সেই ডামি নির্বাচনে আপনি প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত। আপনার (প্রধানমন্ত্রী) কর্মকান্ড প্রমাণ করে আপনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নন, যেন একজন মুখ্যমন্ত্রী।
অনিন্দ্য ইসলাম অমিত সরকারের উদ্দেশ্যে বলেন, প্রহসনের বিচারে বেগম খালেদা জিয়াকে বন্দি করে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। কিন্তু আপনার দলের আতি- পাতি নেতারাও কিছু হলে বিদেশে পাড়ি জমান উন্নত চিকিৎসার্থে। অথচ বেগম খালেদা জিয়াকে সেদিন গভীর রাতে শুধুমাত্র আপনার নিদের্শনার কারণে একটি বেসরকারি হাসপাতাল তার জীবনরক্ষার ইনজেকশন দিতে অপারগতা প্রকাশ করেছিল। কোন ব্যক্তির কৃপায় কেউ বেঁচে থাকে না। মহান রাব্বুল আলামীনের অশেষ কৃপায় আপনাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে অবস্থান করছেন এবং করবেন।
পরে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page