কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। তবে এ আলোচনা প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার ( ১৮ জুলাই) বিকেল ৩ টা ১৫ এর দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন।
এর আগে আইনমন্ত্রী জানায় এ আলোচনা সমন্বয় করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সমন্বয়কদের আরেকজন সারজিস আলম জানান, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে ?
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।