ক্যাম্পাস প্রতিনিধি (খুলনা মুহসিন কলেজ)
গতকাল বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ বেলা ১১ ঘটিকার সময় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে আজ সরকারি হাজি মুহাম্মাদ মুহসিন কলেজ প্রাঙ্গণে ক্লাস ক্যাম্পিং ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালে শিমুল ও সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিরাজ হোসেন মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হসপিটালের সহকারি অধ্যাপক ডা.এস,এম মাসুদুর রহমান (এমবিবিএস, বিসিএস,এম,ফিল(এমআইসি) মাইক্রোবায়োলজিস্ট,
বিশেষ অতিথি ছিলেন ডা.লিমন,ডা.বাপ্পি।মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক বলেন এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত জ্বর যা ব্রেকবোন ফিভার নামে অপরিচিত।চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ১৮ হাজারের বেশি মানুষ। বিভিন্ন হাসপাতালের ৭০ থেকে ৮০ ভাগ রোগীই ডেঙ্গুতে আক্রান্ত। অক্টোবর মাঝে এই সংখ্যা বেড়েছে আরো বলে বিশেষজ্ঞদের মত। হাসপাতালে রোগী ভর্তি এখন দুরূহ ব্যাপার। মশকনিধনে অতীতের ফ্যাসিস্ট সরকারের নেয়া পদক্ষেপ অকার্যকর ছিলো।ব্যর্থতার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার বিশেষজ্ঞদের গবেষণায় সিটি কর্পোরেশন কর্তৃক মশকনিধনের জন্য ছিটানো ঔষধকে অকার্যকর ঘোষণা করা হয়েছিল তাই অনতিবিলম্বে মশকনিধনে আরও আধুনিক কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতের মত এবারও বিভিন্ন পদক্ষেপ নিয়ে সবসময়ের মত জনগণের পাশে এসে দাঁড়িয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজি মুহাম্মদ মুহসিন কলেজ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিল কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাব্বি রহমান, কামরুল ইসলাম,কাজি আবু সালে,নাজমুল হোসেন, মোহাম্মদ শাফিন, তানভির,মিসবাহ,জাহানারা প্রমূখ।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।