সবার পাশে আস্থায় বিশ্বাসে ২৩ বছর” শীর্ষক শিরোনামে
খুলনায় উদযাপিত হলো ব্র্যাক ব্যাংক-এর বর্ষপূর্তি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টারঃ “সবার পাশে আস্থায় বিশ্বাসে ২৩ বছর” শীর্ষক শিরোনামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় উদযাপিত হলো ব্র্যাক ব্যাংক-এর ২৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান। নগরীর শীববাড়িমোড়স্থ দৈনিক প্রবাহ ভবনের নীচতলায় ব্র্যাক ব্যাংক খুলনার প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: রেজাউল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ উল হক ও বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান (সি আই পি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড খুলিনা শাখার ব্যবস্থাপক কাজী শাকিল আক্তার। সভাপতিত্ব করেন সাউথ বেংগল রিজিওন-এর রিজওনাল হেড আল আমিন শেখ । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের বড়বাজার শাখার ব্যবস্থাপক এস এম আশরাফুল ইসলাম এবং দৌলতপুর শাখার ম্যানেজার ওয়াসিকুর রহমান। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। ব্যাংক কার্যক্রম সম্পর্কে অতিথিদের বাস্তবসম্মত ধারণা দেয়ার জন্য একটি ভিডিও প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, ব্র্যাক ব্যাংক গ্রাহকের আস্থার ব্যাংক। এ ব্যাংকে টাকা খোয়া যাওয়ংার কোন সুযোগ নেই। নেই হাজার কোটি টাকা লুটপাটের কাহিনী। বাংলাদেশ ব্যাংকের দেয়া নিয়ম শতভাগ মেনে এ ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। সুনাম আর আস্থাকে সামনে রেখে এ ব্যাংক এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ২০০১ সালে ৪ জুলাই বিশিষ্ট শিক্ষাবিদ স্যার ফজলে হাসান আবেদ এ ব্যাংক প্রতিষ্ঠা করেন। প্রন্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে স্যার এ উদ্যোগ গ্রহণ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।