শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
যুক্তিতর্ক চলাকালে আদালতে বাদীকে হত্যা হুমকি
/ ২৩৯ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ন

# খালিশপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাসিব হত্যা মামলা #
# ২১ আসামী কারাগারে #
# আ’লীগ নেত্রী শিখার হুংকার-‘তোর কোন বাপ আছে তোকে বাঁচাবে’#

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাসিব হত্যা মামলার বিচার কার্যক্রম চারবছর পর শেষ হতে যাচ্ছে। ইতোমধ্যে আগ্রুমেন্ট শুরু হয়েছে। আবারো ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আগ্রুমেন্ট করার জন্য আদালত সময় বেধে দিয়েছে। মামলা বিচার চলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩নং আদালতে। এরপরই জানা যাবে এই লোমহর্ষক হত্যা মামলার রায় কবে। তবে রায়ের আগেই হত্যাকারী আসামীদের স্বজন ও পলাতক আসামীরা মামলার বাদীকে খুন করার হুমকি দিয়েছে। এসব অপরাধীরা আদালতের বারান্দায় ফেলে বাদীকে এভাবে হুমকি দিয়েছে বলে বাদী জানান। মামলার প্রথম দিনের যুক্তিতর্ক শেষে কাঠগড়ায় থাকা ২১ আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। কোর্টের বারান্দায় থাকা বাকী আসামীরা পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়া আসামী ও তাদের স্বজনরা বাদী হুমকি ধামকি দিচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় বাদী খুলনা সদর থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১৯ আগস্ট বাদীর ছেলে কলেজ ছাত্র হাসিবকে এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। যা ভিডিও ভাইরাল হয়। মামলাটি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ৩নং আদালতে বিচারাধীন। যার জিআর নং-১৮৮/২০। মামলার আসামীরা বিগত দিনে জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দেয়। নিরাপত্তার অভাবে তিনি খালিশপুর ছেড়ে চলে যান। মামলার তারিখের দিন তিনি কোর্টে আসেন। তারই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর মামলার নির্ধারিত আগ্রুমেন্টের দিন তিনি কোর্টে আসেন। যথারীতি কোর্ট শুরু হয়। বেলা সাড়ে ১১টার সময় এজাহারে উল্লেখিত ৩নং আসামী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা অন্তুর মা শারমীন রহমান শিখা (খালিশপুর থানা মহিলা আ’লীগের সভাপতি) আরো ৮/১০ জন আসামীর অভিভাবকগণ মিলে বাদীকে হুমকি দিয়ে বলে, “পরবর্তী তারিখে কিভাবে তুই কোর্টে আসিস দেখব। ” উক্ত শিখার ছেলে অন্তু মামলার ৩নং আসামী সেহেতু আমাকে উক্ত শিখা বলে“আমার ছেলের কিছু হলে তোকে জীবনের মত শেষ করে ফেলবো। তুই এক ছেলে হারিয়েছিস আর এক ছেলে হারাবি। ” যার কারণে আমি ভয়ে কোর্ট শেষ হওয়ার আগেই চলে যাই। কোর্ট শেষ হওয়ার পর শিখা আমাকে মোবাইলে ফোন করে বলে“তুই কই, কোর্টে আয়। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবে।” পরবর্তী ১৫ অক্টোবর মামলার আগ্রুমেন্টের তারিখ আছে। আমার আশংকা আ’লীগ নেত্রী শিখা আমিসহ আমার পরিবারের যে কোন বড় ধরনের ক্ষতি করতে পারে বা করাইতে পারে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। সংশ্লিষ্ট সূত্র মতে, গত ৭ মার্চ থেকে নগরীর খালিশপুরে আলোচিত কলেজ ছাত্র হাসিবুর রহমান নিয়াজ (২৫) হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। পরে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় আদালত মামলাটি অন্য আদালতে বদলী করে। সেই আদালতে বিচার কার্য চলছে। এদিকে মামলার রায়ের দিন যত ঘনিয়ে আসছে পলাতক আসামী ও তার স্বজনরা আরো বেশী বেপরোয়া হয়ে উঠছে। তারা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তার অভাবে মামলার বাদী ও নিহতের পিতা হাবিবুর রহমান শিকদার সদর থানায় জিডি করেন। এর আগে আসামীরা স্বেচ্ছাসেবকলীগের মহানগর কমিটিতে স্থান পাওয়ার পর তারা আরো বেপরোয়া হয়ে উঠে। তাদের ভয়ে বাদী এলাকা ছাড়া হন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ হত্যার ঘটনায় ২০২০ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। গত ২৪ ডিসেম্বর ওই একই আদালতে চার্জশীটের ওপর শুনানি শেষে আদালত তা আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। মামলার চার্জশীটভুক্ত আসামীরা হলো-কবির হোসেনের ছেলে সৈকত(৩২), রুনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২), আওয়ামী লীগ নেত্রী শারমীন রহমান শিখার ছেলে রওশন আনিজি অন্তু (৩৩), নুরু ওরফে কানা নুরুর ছেলে সাজ্জাদ হোসেন (২২), শাহিন আলম সেন্টুর ছেলে ইমদাদুল ইসলাম হৃদয় (২২), আমির খানের ছেলে আরিফ ওরফে চোরা আরিফ (২৯), আমির খানের ছেলে মো. মুন্না (২৩), আমিন উদ্দীনের ছেলে রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু (২৭), ফখরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬), সিদ্দিকের ছেলে মোস্তাক আহমেদ (২৭), মাইকেল সরদারের ছেলে মিঠাই হৃদয় (২৭), মো. শাকিলের ছেলে ফাইম ওরফে কালা ফাইম (২২), চুন্নুর ছেলে রুবেল (২৫), কবির হোসেনের ছেলে মিজানুর রহমান (২৮), বাহারুল ইসলামের ছেলে সবুজ (২৫), কুদ্দুসুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৩০), গোলাম মোস্তফার ছেলে তুষার (২৪), সিরাজুল ইসলাম নান্নুর ছেলে আশিকুর রহমান তুষার (২৬), জাকির হোসেনের ছেলে রাব্বী ওরফে নাটা রাব্বী (২৬)

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page