লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে।
শুক্রবার (১২ জুলাই) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, এই দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন, যে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছেমতো কাজ না করার কারণে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হন। পরে দেখা গেল, এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং দুর্নীতিতে তার সাজাও হয়েছে। এছাড়া সরকারের নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুর্নীতির দায়ে অভিযুক্ত। সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়িচালক পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত। তাহলে এ কথাই বলতে হয় যে, এই সরকারই দুর্নীতিগ্রস্ত।
তিনি আরও বলেন, আমাদের দেশের সরকারপ্রধান সম্প্রতি একটি দেশে গেছেন। সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন। যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন, এদের এক একজন দুর্নীতিবাজ তার চেয়েও বেশি টাকা দুর্নীতি করেছেন। এটাই বাস্তবতা। এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, দেশ ও দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে। খুব শিগগিরই এ পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করার চেষ্টা করব।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।