হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনও অনুমোদন ছাড়াই শুক্রবার (৫ জুলাই) বৈঠকটি অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বৈঠককে ‘খোলামেলা ও উপকারী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে, রুশ নেতা পুনর্ব্যক্ত করে বলেছেন, মস্কোর শান্তি প্রস্তাব যেকোনও আলোচনার মূল বিষয় হওয়া উচিত।
পুতিন বলেছেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে পুনরায় সংলাপ পুনরুদ্ধারের চেষ্টা করার জন্য ওরবানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ওরবান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে অনেক পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, আমরা সংলাপ পুনরুদ্ধারের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছি। কিয়েভ এবং মস্কোর মধ্যে মতপার্থক্যে এখনও বেশ ফারাক রয়েছে।
কয়েকদিন আগে কিয়েভ সফরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন অরবান। চলতি মাসে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।
তাদের বৈঠকের শুরুতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেছিলেন, ওরবান ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিত্বকারী হিসেবে মস্কো এসেছেন। যদিও কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা এই সফরের নিন্দা করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ওরবানের মস্কো সফরের জন্য ব্লকের কোনও অনুমোদন পাননি এবং এই সফর ‘হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসরের মধ্যে সীমাবদ্ধ’। হাঙ্গেরির নেতা এই সফরে কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন না।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।