শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
বাংলাদেশের মানুষের চ্যালেঞ্জ মোকাবিলার সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস
/ ২৮৯ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:৩১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের মানুষের নিজেদের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা দিতে তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ। আজ মঙ্গলবার দেশটির ২৪৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে ১৭৭৬ সালে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়া ও ভাগ্য নির্ধারণের জন্য মানুষ যে সংগ্রাম করেছে, তা থেকে সারা বিশ্বের মানুষ অনুপ্রেরণা নিয়েছে। এখনো নেয়। বাংলাদেশের জনগণকে তাঁদের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে তিনি সংহতি জানাতে চান।

পিটার হাস এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সংবিধান নির্মাতাদের মন্তব্য স্মরণ করেন। তাঁরা বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে সুরক্ষিত ও অটল রাখার সংগ্রাম সব সময় সহজ ও মসৃণ হয় না। প্রত্যেক প্রজন্মকে এ ক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও বর্তমানের মতো ভবিষ্যতেও কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশের জনগণের শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নিরাপদ জীবনযাপনেও মার্কিন সরকার সহায়তা দিতে চায় বলে জানান পিটার হাস।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দেশটিতে সম্মানজনক ফেরা নিশ্চিত করতে মন্ত্রী যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ কয়েকজন মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন রাজনীতিক, নেতৃস্থানীয় ব্যবসায়ী, বিদেশি রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page