স্টাফ রিপোর্টারঃ আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আড়ংঘাটা থানা পুলিশ সুজন সরকার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশ একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিনহাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আড়ংঘাটা বাইপাস রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে মামলার সন্দিগ্ধ আসামি সুজন সরকারকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশ ১ টি বিদেশি পিস্তল, পিস্তলের কার্টুস ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সুজন সরকারের বাড়ি ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামের ঘোনারদাড়া রোড এলাকায় । তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় মামলা আছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে হত্যার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হবে। একইসাথে অস্ত্র-গুলি কোথা থেকে এনেছে এবং কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল সে সংক্রান্তে তথ্য সংগ্রহ করে জড়িত অন্যন্য আসামীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, গত ২৪ জুন রাত আনুমানিক ১১ টার দিকে কুয়েট পকেট গেট সংলগ্ন নিজ বাড়ির সামনে যুবলীগ নেতা আরিফ মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় ফুলবাড়িগেটের দিক থেকে মোটরসাইকেলে করে তিনজন দূর্বৃত্ত তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনার একদিন পর নিহতের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আমির হোসেন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। আড়ংঘাটা থানার মামলা নং-১০, তাং-২৫/০৬/২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। নিহত আরিফ খানজাহান আলী থানার ৩৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ও দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।