প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নিউটন দাশ আরো বলেন, গ্রেপ্তারের পর গুলশান থানা পুলিশের একটি টিম আবদুর রহমানকে আদালতে নিয়ে গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।