দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয় বলে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান।
এর আগে সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
প্রায় আট মাসের মধ্যে এটাই প্রথম বড় কর্মসূচি বিএনপির।
বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। দুপুর ১টার দিকে বৃষ্টি থামার পরপরই শুরু হয় মঞ্চের প্রস্তুতি।
বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল, বর্ণিল টুপি, প্ল্যাকার্ড ও পোস্টারসহ সরকারবিরোধী স্লোগান দিয়ে সমাবেশস্থলে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।