চাঞ্চল্যকর বিহারী রানা ও ইমন হত্যা মামলার আসামী সৌরভ গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ নগরীর চাঞ্চল্যকর বিহারী রানা ও ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সৌরভ ওরফে ফরিদ গাজীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাকে নগর গোয়েন্দা পুলিশ নগরী থেকে গ্রেফতার করে। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিসি ডিবি মোঃ নুরুজ্জামান রাত সাড়ে ৯টার দিকে জানান। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোডের শহীদ আবুল হোসেন সড়কের বাসিন্দা ফারুক গাজীর ছেলে। তার বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, ১ টি অস্ত্র মামলা, ২ টি হত্যার চেষ্টা ও ১ টি দস্যুতার মামলাসহ সর্বমোট ৬ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারী’২৪ সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন ৩১ কেডিএ এভিনিউ রোডস্থ আহসানউল্লাহ কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৬) খুলনাকে গুলি করে হত্যা করা হয় এবং তার বন্ধু মোঃ জাহিদ হাসান পলাশ (৩৬) গুলিবিদ্ধ হয়ে জখম হয়। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বড়দা দত্তলেনের বাসিন্দা মো: ইসলাম শেখের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাবিবা খাতুন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এছাড়া গত ৫ অক্টোবর’২৩ সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় ভাজাওয়ালার গলি তালুকদার লেন মোহাম্মদ খার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মোঃ ইমন (২৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সে সোনাডাঙ্গা এলাকার মো: সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। নগর গোয়েন্দা বিভাগের একটি চৌকস টীম উক্ত ২টি হত্যা মামলার আসামীদের ধরার জন্য সচেষ্ট হয় পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিহারী রানা হত্যা মামলার ৪ নাম্বার এজাহারনামীয় আসামী এবং ইমন হত্যা মামলার ১ নাম্বার এজাহারনামীয় আসামী মোঃ সৌরভ ওরফে ফরিদ গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে উল্লেখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্রে প্রকাশ।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।