স্টাফ রিপোর্টার।।
নগরীর নিরালা আবাসিক ১৮ নং রোডের ২৫ নং বাড়িতে অভিযান চালিয়ে ১৪জন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। খুলনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জুয়ার খেলার সরঞ্জামসহ নগদ এক লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।