শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে শিক্ষা অফিসারের অনীহা
/ ২৯ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালনে মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান এর অনীহা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” জাতীয় পর্যায় থেকে অনেক জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার কথা থাকলেও বাগেরহাটের মোড়েলগঞ্জে ছিলো দায়সারা আয়োজন। ১০মে ২০২৫ইং রোজ শনিবার ১২৩নং মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে গুটি কয়েক মানুষের উপস্থিতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন করা হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় মোড়েলগঞ্জ মডেল স্কুলের ৫ জন শিক্ষার্থী এবং পাশ্ববর্তী জেকে একাডেমি কিন্ডারগার্টেন এর ২জন শিক্ষার্থী নিয়ে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।মোড়েলগঞ্জ উপজেলায় ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দেখা যায় মোড়েলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অল্প কিছু শিক্ষার্থীদের উপস্থিতি। দেখে মনে হলো যেনো এটি উপজেলার সামগ্রিক অনুষ্ঠান না,এটি শুধু মোড়েলগঞ্জ মডেল স্কুলের ব্যক্তিগত অনুষ্ঠান। ব্যবহার করা হয় স্কুলের বেঞ্চ, চেয়ার, সাউন্ড বক্স। ছিলোনা কোনো সাজসজ্জা। আয়োজনে নাস্তা হিসেবে ৫ টাকার একটি করে সিংগাড়া দেওয়া হয় শিক্ষার্থীদের।এযেনো এক দায়সারা আয়োজন।
স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গদের আমন্ত্রণ করার কথা থাকলেও অনুষ্ঠানে কয়েকজন প্রধান শিক্ষক ছাড়া কাউকে দেখা যায় না। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেন। এছাড়াও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গ বা স্থানীয় কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না। পাশ্ববর্তী ইউআরসিতে প্রধান শিক্ষকদের লিডারশীপ ট্রেনিং থেকে কয়েকজন প্রধান শিক্ষকদের ডেকে নিয়ে চালানো হয় অনুষ্ঠান। এমনকি মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিজেও এই অনুষ্ঠানে ছিলেন অনুপস্থিত। অনেক কষ্টে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা গেলেও তিনি জানান তিনি মোড়েলগঞ্জে নাই,খুলনাতে আছেন।সোমবার অফিসে দেখা করতে। পুরষ্কার বিতরণীতে দেখা যায় বিজয়ী শিক্ষার্থীদের কাঁচের কমদামি প্লেট পুরষ্কার হিসেবে দেওয়া হয়। অপরদিকে বিদ্যালয় পর্যায়ে বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষক কর্তৃক বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থী ও শিক্ষকগণ কর্তৃক প্রস্তুতকৃত শিক্ষা উপকরণ দ্বারা বিদ্যালয় সজ্জিতকরনের কথা থাকলেও সরেজমিনে উপজেলার মধ্যে কয়েকটি বিদ্যালয়ে গেলে বেশিরভাগ বিদ্যালয় বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন তাদেরকে সেভাবে জানানো বা নির্দেশনা দেওয়া হয়নি। প্রশ্ন থেকেই যায় মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান এর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ আয়োজনে এতো অনীহা কেন?

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page