ছাত্র আন্দোলনে উত্তাল খুলনার শিববাড়ির মোড়, অচল সড়ক যোগাযোগ, কঠোর অবস্থানে পুলিশ ও বিজিবি
খুলনা ব্যুরোঃ ‘কমপ্লিট শাটডাউন’র অংশ হিসেবে খুলনার শিববাড়ির মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছেন। পুরো এলাকা দখল নিয়েছেন তারা। এসব আন্দোলনকারীদের মাঝে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত (এ রিপোর্ট লেখা পর্যন্ত) পুলিশকে উপেক্ষা করে শিববাড়ির মোড় অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা, ময়লাপোতা, রূপসা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সারা দেশে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা। তপ্ত রোদে শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ আমার ভাইয়েরা মরলো কেন জবাব চাই দিতে হবে, ‘শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’সহ বিভিন্ন স্লোগানে উত্তাল করে রেখেছেন পুরো এলাকা। যদিও প্রথমে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কোটা বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে খুলনায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে চলা আন্দোলনের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে শহরে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।
থানা পুলিশ, রিজার্ভ পুলিশ, গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যদের নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রাখা হয়। শিববাড়ির মোড়ে জলকামান আনা হয়েছে। তবে শিক্ষার্থীদের চাপের মুখে জলকামান সরে যেতে বাধ্য হয়। যার কারণে প্রতিদিনের মতো শিক্ষার্থীরা রাজপথ দখল করে অবরোধ করতে পারেনি। সকালে শিববাড়িমোড়ে একটি প্রাইভেট কার ভাংচুরের ঘটনা ঘটে। বিকেলে আন্দোলনের ভিডিও করতে গিয়ে লাঞ্চিত হয় দৈনিক সময়ের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সারা দেশে কমপ্লিট শাটডাউনের তেমন প্রভাব পড়েনি খুলনায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগের মতো জিরো পয়েন্ট এলাকায় জড়ো হতে পারেনি। তবে শিববাড়ির মোড়ে পুলিশকে উপেক্ষা করে জড়ো হয়েছেন সরকারি বিএল কলেজসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ পুলিশ, বিজিবি ও র্যাব নিয়ে গোটা ক্যাম্পাসের চারপাশ ঘিরে রাখা হয়েছে। আজাদ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে না আবার বেরও হতে দিচ্ছে না। এর প্রতিবাদ সরূপ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা কালো কাপড় দিয়ে ঢেকে, অদম্য বাংলার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করবে। একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ পালিত হবে। অন্যদিকে শিক্ষার্থীদের এ আন্দোলন ঘিরে খুলনায় ছাত্রলীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে সাবেক ছাত্রলীগ নেতা ইমরুল ইসলাম জানান।