রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ৩২ জন আটক
/ ৩২২ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

চবি সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ৩২ জনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ৩২ জনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। আটককৃতদের মধ্যে ৮জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

শনিবার (০৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পুকুর পাড়, বঙ্গবন্ধু হলের পেছন, সমাজবিজ্ঞান অনুষদ ঝুপড়ি, অতীশ দীপঙ্কর আশে পাশের এলাকা সহ বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেন প্রক্টরিয়াল বডি। এ সময় গাঁজাসহ কয়েকজন চবি শিক্ষার্থীকে এবং বেশ কিছু বহিরাগতদের আটকের পাশাপাশি তাদের মোটরসাইকেল ও গাড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানিয়েছেন, চবি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা মাদকসহ (গাঁজা) ৩২ জনকে হাতেনাতে আটক করেছি। এদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে। এ সময় আমরা বহিরাগতদের ৩২টি মোটরসাইকেল ও দুটি গাড়িও আটক করেছি। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

সহকারী প্রক্টর আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান নিয়মিত চলবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page