ইসরায়েলি সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ৩৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। গাজার একটি হাসপাতালের সূত্রের বরাতে খবরটি দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
সূত্রটি বলেছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের শরীর অপুষ্ট এবং নির্যাতনের অনেক চিহ্ন আছে। তাঁদের আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনাদোলু এজেন্সি জানায়, এই বন্দীদের মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের পূর্বে মুক্ত করা হয়েছিল।
গতকাল বন্দীদের মুক্তির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, ইসরায়েলের কারাগারে ভয়াবহ নির্যাতনের সাক্ষ্য নিয়ে এসেছেন বন্দীরা।
হামাস এক বিবৃতিতে বলেছে, সেদে তেমান ডিটেনশন সেন্টার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছিল। হাজার হাজার ফিলিস্তিনি বন্দীদের আটক রাখা হয়েছিল সেখানে। গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারেরা ফিলিস্তিনিদের জোরপূর্বক তুলে নিয়ে সেখানে আটক রাখত।
গাজা মিডিয়া অফিস গতকাল জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক অন্তত ৩৬ ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারে কঠোর নির্যাতনের কারণে মারা গেছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক মুক্তি পাওয়া কয়েক ডজন বন্দী আটক অবস্থায় জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক নিন্দার পরোয়াও করছে না নেতানিয়াহু সরকার।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী ও শিশু এবং ৮৫ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।