খুলনা নগরীর খালিশপুরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় খালিশপুর ঈদগাহ রোড এলাকায় দুর্বৃত্তরা জসিম শিকদার নামে এক যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। ভুক্তভোগী পরিবার জানান,যুবক জসিম প্রতিদিনকার ন্যায় শুক্রবার সন্ধ্যায় হাউসিং বাজার বক্কারবস্তি নিজ বাড়ি থেকে রিক্সাযোগে পার্কের মোড়ে যাচ্ছিল পথিমধ্যে ঈদগাহ রোডে দুর্বৃত্তরা রিকশা গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে আবাসিক রোড গলির ভিতরে নিয়ে রামদা চাপাতি দিয়ে কুপিয়ে হাটু পা কোমর ক্ষত বিক্ষত করে হকস্টিক দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে। জসিমের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। হামলাকারীরা সবাই ডাকাতি, ধর্ষণ হত্যা, চুরিসহ একাধিক মামলার আসামি। বিষয়টি নিয়ে খালিশপুর থানা পুলিশকে জানালে তারা আহতকে চিকিৎসার ব্যবস্থা করে মামলা করতে বলেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।