জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা ও খুলনা মহানগর শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটিতে ইবাদুল হককে আহ্বায়ক এবং নাদিমুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে। মহানগর কমিটিতে আবদুল আজিজকে আহ্বায়ক এবং রবিউল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
আজ বুধবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত বছরের ১৯ আগস্ট মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা জেলা ও মহানগর শাখা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। জেলা কমিটির আহ্বায়ক ইবাদুল হক গত বছরের আগস্টে বিলুপ্ত জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং সদস্যসচিব নাদিমুজ্জামান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মহানগর যুবদলের নতুন আহ্বায়ক আবদুল আজিজ বিলুপ্ত মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নতুন সদস্যসচিব রবিউল ইসলাম খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।