খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে।
প্রভাত খুলনাঃ খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার খুনের শিকার খুলনা নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন (৪৫)। সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আল আমিনের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে আল আমিন রাত ৯টার দিকে ঐ এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, আল আমিন এর বাড়ি পূর্ব বানিয়াখামার এলাকায়। মুন্নার গ্যারেজে এসে বসামাত্র দুর্বৃত্তরা কুপিয়ে যখম করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগে আল আমিন মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেফতার হয়েছিল।
উল্লেখ্য এর আগে গত শনিবার রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারমৗান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।