দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহত হয়েছেন।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত আরিফ হোসেন নগরীর যোগিপোল এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়।
স্থানীয়রা জানান, গতকাল রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে আরিফের মাথার বাম সাইডে কানের পাশে ও বুকের বাম সাইডে ও বাম বোগলের নিচে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল রাত ১১ টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। তবে খবর পেয়ে তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ মোঃ মিজানুর রহমান। সম্পাদকঃ আবু সালে শিমুল মোবাইলঃ ০১৯৩৯৬৬০৭৮২ প্রকাশকঃ খলিলুর রহমান সুমন। বার্তা সম্পাদকঃ কাজী রায়হান সুলতান। হাউজ নং এন আই -৮০, হাউজিং এস্টেট, রোড নং ২২৮, পৌর সুপার কিচেন মার্কেট, মেইনগেট সংলগ্ন, জিপিও ৯০০০, খালিশপুর, খুলনা।